ডিট্মার্শের আশ্চর্য গল্প
ব্রাদার্স গ্রিম দ্বারাশোনো তবে বলি। বলি, কি দেখেছি। দুটি রোস্ট করা মুরগীকে উড়তে দেখেছি; খুব জোরেই তারা উড়ছিল—বুকটা স্বর্গের দিকে করে পিঠটা নরকের দিকে। একটা যাঁতা আর একটা নেহাই রাইন নদী দিয়ে দিব্যি সাঁতার যাচ্ছিল; প্রখর গ্রীষ্মের সময় একটি ব্যাং তুষারের উপর বসে ছিল; বসে বসে সে লাঙলের ফাল খাচ্ছিল। তিনজন লোক বুনো খরগোস ধরবার জন্যে খোঁড়াদের বগল-লাঠি আর রণ-পা করে দৌড়চ্ছিল—তাদের মধ্যে একজন কালা, একজন কানা আর তৃতীয় জন বোবা আর চতুর্থ জন এক-পাও নড়তে পারে না। কেমন করে হল জানতে চাও? প্রথমে কানা দেখল যে মাঠ দিয়ে খরগোসটা ছুটে পালাচ্ছে; বোবা ডাক দিল খোঁড়াকে আর খোঁড়া গিয়ে তার গলা পাকড়ে ধরল।
কয়েকজন লোক ছিল তারা শুকনো জমিতে নৌকো চালাতে চাইল। করল কি, হাওয়ায় পাল তুলে দিল আর নৌকো চলল বড় বড় মাঠের উপর দিয়ে। তারপর তারা উঁচু উঁচু পাহাড়ের উপর দিয়ে নৌকো চালাতে গিয়ে সেইখানেই ডুবে মরল। একটা খরগোস যত জোরে পারে দৌড়চ্ছে, তার পিছনে তাড়া করে যাচ্ছে একটা কাঁকড়া। উঁচু ছাদের উপরে গিয়ে উঠেছে একটা গরু—সেইখানেই সে শুয়ে আছে। সে দেশে মাছিরা হচ্ছে আমাদের এখানকার ছাগলের মতো বড়।
এবার জানলা খুলে দাও যাতে মিছে কথাগুলো বেরিয়ে যেতে পারে।