১৯৪০
    অবাক পৃথিবী! অবাক করলে তুমি
    জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি।
    অবাক পৃথিবী! আমরা যে পরাধীন।
    অবাক, কী দ্রুত জমে ক্রোধ দিন দিন;
    অবাক পৃথিবী! অবাক করলে আরো–
    দেখি এই দেশে অন্ন নেইকো কারো।
    অবাক পৃথিবী! অবাক যে বারবার
    দেখি এই দেশে মৃত্যুরই কারবার।
    হিসেবের খাতা যখনি নিয়েছি হাতে
    দেখেছি লিখিত–‘রক্ত খরচ’ তাতে।
    এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম,
    অবাক পৃথিবী! সেলাম, তোমাকে সেলাম!

    ১৯৪৬
    বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে,
    আমি যাই তারি দিন-পঞ্জিকা লিখে,
    এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ,
    দিকে দিকে ওঠে অবাদ্যতার ঢেউ;
    স্বপ্ন-চূড়ার থেকে নেমে এসো সব–
    শুনেছ? শুনছ উদ্দাম কলরব?
    নয়া ইতিহাস লিখছে ধর্মঘট;
    রক্তে রক্তে আঁকা প্রচ্ছদপট।
    প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,
    দেখ আজ তারা সবেগে সমুদ্যত;
    তাদেরই দলের পেছনে আমিও আছি,
    তাদেরই মধ্যে আমিও যে মরি-বাঁচি।
    তাইতো চলেছি দিন-পঞ্জিকা লিখে–
    বিদ্রোহ আজ! বিপ্লব চারিদিকে।।

    টীকা