বুখারি হাদিস নং ৪৬৩৪
ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল আল-বুখারী দ্বারাহাদীস নং ৪৬৩৪
উমর ইবনে হাফস রহ……….শাকীক ইবনে সালামা রা. থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আবদুল্লাহ ইবনে মাসউদ রা. আমাদের সামনে ভাষণ দিলেন এবং বললেন, আল্লাহর শপথ। সত্তরেরও কিছু অধিক সূরা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুখ থেকে হাসিল করেছি। আল্লাহর কসম ! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবীরা জানেন, আমি তাদের চাইতে আল্লাহর কিতাবে সম্বন্ধে সর্বাধিক জ্ঞাত; অথচ আমি তাদের চাইতে উত্তম নই। শাকীক রহ. বলেন, সাহাবীগণ তাঁর বক্তব্য শুনে কি বলেন এ কথা শোনার জন্য আমি মসলিশে বসেছি, কিন্তু আমি কাউকে তার বক্তব্যে কোন আপত্তি উত্থাপন করতে শুনিনি।