একবার যখন দেহ থেকে বার হয়ে যাব
    আবার কি ফিরে আসব না আমি পৃথিবীতে?
    আবার যেন ফিরে আসি
    কোনো এক শীতের রাতে
    একটা হিম কমলালেবুর করুণ মাংস নিয়ে
    কোনো এক পরিচিত মুমূর্ষুর বিছানার কিনারে।

    টীকা