গড় শ্রীখণ্ড

ভাষা
বাংলা
রিভিউ
পছন্দের তালিকায়
পাঠক

বিবরণ

গড় শ্রীখণ্ড – অমিয়ভূষণ মজুমদারের প্রথম উপন্যাস। ১৯৫৭ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশিত হয়। ভারতের স্বাধীনতার আগে পরের সময়কালে পদ্মাপারের পটভূমিকায় রচিত হয়েছিল এই উপন্যাসটি। সমাজের উঁচু এবং নিচু কোনো শ্রেণিই বাদ পড়েনি এই উপন্যাসটি থেকে।