বিচক্ষণ চাকর
ব্রাদার্স গ্রিম দ্বারাযে-প্রভুর একজন বিচক্ষণ চাকর আছে, যে প্রভুর সমস্ত আদেশ শোনে কিন্তু পালন না করে নিজের বুদ্ধি মতো কাজ করে যায়, সে-প্রভুর যে কী সৌভাগ্য আর তাঁর সংসার যে কী সুন্দর ভাবে চলে তারই গল্প বলছি।
এক ছিল চালাক চাকর, তার নাম জন্। মনিবের গরু হারিয়েছিল। মনিব তাকে পাঠালেন গরু খুঁজতে। অনেকক্ষণ চাকরের দেখা নেই। মনিব ভাবলেন—বিশ্বাসী জন্ কখনও কাজে ফাঁকি দেয় না—তাই এত দেরী করছে। কিন্তু যখন দেখা গেল সে মোটেই ফিরল না তখন প্রভু এই ভেবে ভয় পেলেন যে হয়তো তার কোনো বিপদ হয়েছে। নিজেই তখন বেরোলেন তাকে খুঁজতে।
অনেকক্ষণ খোঁজবার পর শেষে দেখা গেল ছেলেটা একটা প্রকাণ্ড মাঠের এক দিক থেকে আর এক দিকে দৌড়াদৌড়ি করছে।
মনিব তার কাছে গিয়ে বললেন—আচ্ছা জন্ বল তো, তোমায় আমি যে গরু খুঁজতে পাঠিয়েছিলুম তা কি খুঁজে পেয়েছ?
সে বলল—না মনিব পাইনি। তবে কথা হচ্ছে কি আমি তো গরু খুঁজিনি!
—তবে কি খুঁজছিলে জন্?
—অনেক ভাল এক বস্তু। কপালের জোর, পেয়েও গেছি।
—কি সেটা শুনি জন্!
তিনটি বুলবুলি!
—কোথায় তারা?
চতুর চাকর উত্তর দিলে—একটাকে দেখতে পাচ্ছি। একটার শিষ শুনতে পাচ্ছি আর একটার পিছনে পিছনে ছুটছি।
এর মধ্যে যা শিক্ষণীয় তা হচ্ছে এই। মনিবদের নিয়ে কখনও মাথা ঘামিও না, তাঁদের হুকুমও শুনো না, বরঞ্চ যা তোমার মাথায় আসে, যা তোমার ভালো লাগে তাই কোরো। তাহলেই এই বিচক্ষণ জন্-এর মতোই তুমিও চালাক বলে প্রতিপন্ন হবে।