আমাকে উস্টা মেরে দিব্যি যাচ্ছো চলে,
    দেখি দেখি
    বাঁ পায়ের চারু নখে চোট লাগেনি তো;
    ইস্‌! করছো কি? বসো না লক্ষ্মীটি,
    ক্ষমার রুমালে মুছে সজীব ক্ষতেই
    এন্টিসেপটিক দুটো চুমু দিয়ে দেই।

    টীকা