এখন কিছুই নেই—এখনে কিছুই নেই আর,
    অমল ভোরের বেলা র’ইয়ে গেছে শুধু;
    আশ্বিনের নীলাকাশ স্পষ্ট ক’রে দিয়ে সূর্য আসে;
    অনেক আবছা জল জেগে উঠে নিজ প্রয়োজনে
    নদী হয়ে সমস্ত রৌদ্রের কাছে জানাতেছে দাবি;
    নক্ষত্রেরা মানুষের আগে এসে কথা কয় ভাবি;
    পল অনুপল দিয়ে অন্তহীন নিপলের চকমকি ঠুকে
    ঐ সব তারার পরিভাষার উজ্জ্বলতা;
    আমার লক্ষ্য ছিল মানুষের সাধারণ হৃদয়ের কথা
    সহজ সঙ্গের মতো জেগে নক্ষত্রকে
    কী ক’’রে মানুষও মানুষীর মতো ক’’রে রাখে।
    তবু তার উপচার নিয়ে সেই নারী
    কোথায় গিয়েছে আজ চ’লে;
    এই তো এখানে ছিল সে অনেক দিন;
    আকাশের সব নক্ষত্রের মৃত্যু হলে
    তারপর একটি নারীর মৃত্যু হয়ঃ
    অনুভব ক’’রে আমি অনুভব করেছি সময়।

    টীকা