আমার আকাশ কালো হতে চায় সময়ের নির্মম আঘাতে;
    জানি, তবু ভোরে রাত্রে, এই মহাসময়েরই কাছে
    নদী ক্ষেত বনানীর ঝাউয়ে ঝরা সোনার মতন
    সূর্যতারাবীথির সমস্ত অগ্নির শক্তি আছে।
    হে সুবর্ণ, হে গভীর গতির প্রবাহ,
    আমি মন সচেতন;—আমার শরীর ভেঙে ফেলে
    নতুন শরীর কর—নারীকে যে উজ্জ্বল প্রাণনে
    ভালোবেসে আভা আলো শিশিরের উৎসের মতন,
    সজ্জন স্বর্ণের মতো শিল্পীর হাতের থেকে নেমে;
    হে আকাশ, হে সময়গ্রন্থি সনাতন,
    আমি জ্ঞান আলো গান মহিলাকে ভালোবেসে আজ;
    সকালের নীলকন্ঠ পাখি জল সূর্যের মতন।

    টীকা