এইখানে মাইল মাইল ঘাস ও শালিখ রৌদ্র ছাড়া আর কিছু নেই।
    সূর্যালোকিত হয়ে শরীর ফসল ভালোবাসিঃ
    আমারি ফসল সব,- মীন কন্যা এসে ফলালেই
    বৃশ্চিক কর্কট তুলা মেষ সিংহ রাশি
    বলয়িত হয়ে উঠে আমাকে সূর্যের মতো ঘিরে
    নিরবধি কাল নীলাকাশ হয়ে মিশে গেছে আমার শরীরে।
    এই নদী নীড় নারী কেউ নয়;- মানুষের প্রাণের ভিতরে
    এ-পৃথিবী তবুও তো সব।
    অধিক গভীর ভাবে মানবজীবন ভালো হলে
    অধিক নিবিড়তর ভাবে প্রকৃতিকে অনুভব
    করা যায়। কিছু নয় অন্তহীন ময়দান অন্ধকার রাত্রি নক্ষত্র;-
    তারপর কেউ তাকে না চাইতে নবীন করুণ রৌদ্রে ভোর;-
    অভাবে সমাজ নষ্ট না হলে মানুষ এই সবে
    হয়ে জেত এক তিম অধিক বিভোর।

    টীকা